ঢাকা, শনিবার   ২৮ জুন ২০২৫

ক্রিকেটার শফিউলের বাবার দাফন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৯ মার্চ ২০২০

শফিউল ইসলাম ও তার বাবা

শফিউল ইসলাম ও তার বাবা

Ekushey Television Ltd.

পিতৃহারা হলেন জাতীয় দলের পেসার শফিউল ইসলাম। টাইগার তারকার বাবা জাহিদুর রহমান গত ১৭ মার্চ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল তার দাফন সম্পন্ন হয়েছে।

জাহিদুর রহমান এদিন বিকেল ৩টা ৫ মিনিটে না ফেরার দেশে চলে যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে লান্স সমস্যায় ভুগছিলেন তিনি। 

এ বিষয়ে শফিউল জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার তার হার্ট অ্যাটাক হয়।

এদিকে, জাহিদুর রহমান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর বগুড়ায় নিজ বাড়িতে তার বাবার দাফন সম্পন্ন হয়। শফিউলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সতীর্থ ক্রিকেটাররা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি