ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লড়াই শুরু আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনার কারণে থমকে যেতে বসেছে দেশের ক্রিকেট। এমতাবস্থায় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। যেখানে প্রথম দিনেই মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও মোহাম্মদ আশরাফুলের মিনিস্টার গ্রুপ রাজশাহীর লড়াই দেখবে দেশের ক্রিকেট প্রেমিরা। 

পাঁচ দলের এই টুর্নামেন্টের সূচি আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচী অনুযায়ী, মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিটে বেক্সিমকো ঢাকার বিপক্ষে লড়াইয়ে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ডাবল লিগ পদ্ধতির এ টি-টোয়েন্টি কাপে ফাইনালসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দু’টি করে ম্যাচ হলেও মাঝে থাকছে একদিন করে বিরতি। 

সূচী অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর শেষ হবে লিগ পর্বের খেলা। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ। ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে ১৯ ডিসেম্বর।

এদিকে, প্রাপ্ত সূচী থেকে জানা গেছে, শুক্রবার বাদে অন্যান্য দিনে প্রথম খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আর শুক্রবার দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা ২টায় এবং দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি