ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাইগারদের বেধড়ক পেটালো হাফিজ-শাকুররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৯:১০, ৩০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বাংলা টাইগার্স বোলারদের বেধড়ক পিটিয়ে বড় রানের স্কোর গড়েছে মারাঠা এ্যারাবিয়ান্স। আজ শনিবার আবুধবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টেন টুর্ণামেন্টের ৭ম ম্যাচে নির্ধারিত ওভারে বিনা উইকেটে ১০৩ রান সংগ্রহ করেছে মোসাদ্দেক হোসাইনের দল।

এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে টস জিতে মারাঠা এ্যারাবিয়ান্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলা টাইগার্স। তবে অধিনায়ক আন্দ্রে ফ্লেচারের এই সিন্ধান্তকে স্বাগত জানাতে পারেননি দলের বোলাররা। মোহাম্মদ ইরফান, মুজিব উর রহমান, কাইস আহমাদ, জর্জ গার্টন ও করিম জানাতের সমন্বয়ে গঠিত বোলিং আক্রমণকে একেবারেই তুনোধুনো করে নির্বিঘ্নে চার-ছক্কার ফুলঝুরি ছোটান মারাঠার দুই ওপেনার।

প্রথম পাঁচ ওভারে দেখেশুনে খেলে মাত্র ৩৭ রান তুললেও পরের পাঁচ ওভারে রানের বন্যা বইয়ে দেন মোহাম্মদ হাফিজ ও আব্দুল শাকুর। একে একে চার-ছক্কা হাঁকিয়ে শেষ পাঁচ ওভারে আরও ৬৬ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। দলের কোনও ক্ষতি হতে না দিয়েই দলের রানকে একশ পার করেন তারা। এরমধ্যে নিজের ফিফটি তুলে নেন প্রফেসর খ্যাত হাফিজ। 

মাত্র ৩০ বল খেলে সাতটি চার ও তিনটি চক্কা হাঁকিয়ে ৬১ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ওপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেয়া আরেক ওপেনার আব্দুল শাকুর অপরাজিত থাকেন সমান বল খেলে ৩৪ রান করে। যাতে ছিল তিনটি চারের সঙ্গে একটি ছক্কার মার। ওপেনিং জুটিতে এই টুর্ণামেন্টে এটাই সর্বোচ্চ সংগ্রহ।

বাংলা টাইগার্স বোলারদের মধ্যে কেউ সাফল্য না পেলেও রান কম দেয়ার ক্ষেত্রে সফল ছিলেন একমাত্র কাইস আহমাদ। ২ ওভারে মাত্র ৯ রান খরচ করেন এই আফগানি। বাকিরা ছিলেন রান দেয়ার ক্ষেত্রে সিদ্ধহস্ত। যাতে ১০৩ রানের স্কোর গড়ে মোসাদ্দেক বাহিনী।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি