ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

করোনায় আক্রান্ত মোহাম্মদ আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২৯ মার্চ ২০২১

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আক্রান্ত আশরাফুল ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। এবার বরিশালের হয়ে খেলছেন তিনি। 

রোববার (২৮ মার্চ) প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের। আজ সোমবার তার দ্বিতীয় টেস্টের ফল পাওয়া যাবে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল জানিয়েছেন, ‘দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।’

জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে বরিশাল থেকে ঢাকায় ফেরার পর আশরাফুলসহ বরিশালের পুরো দলের করোনা পরীক্ষা হয়েছে। সেখানে শুধু আশরাফুলেরই পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হতে আবারও করোনার নমুনা দিয়েছেন আশরাফুল। সেই পরীক্ষার ফল নেগেটিভ হলে মাঠে নামবেন তিনি। 

বিকেএসপিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলে ফর্মে থাকার আভাস দিয়েছিলেন আশরাফুল।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি