ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

টানা দুই জয়ের পরও ‘অঘটন’ বলছে ভারতীয় মিডিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৫ আগস্ট ২০২১ | আপডেট: ১৫:০৯, ৫ আগস্ট ২০২১

সফরকারী অস্ট্রলিয়াকে বহুলালোচিত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হারিয়ে এখন সিরিজ জয়ের ক্ষণ গুনছে বাংলাদেশ। দুই ম্যাচেই স্বাগতিকদের জয় এসেছে স্বাভাবিকভাবেই। অনেকটা হেসেখেলেই। ওয়ার্নার, ম্যাক্সওয়েল, ফিঞ্চকে ছাড়া সফরে এসে টাইগারদের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি অজিরা। তারপরেও বাংলাদেশের এমন জয়কে ‘অঘটন’ হিসেবে উল্লেখ করেছে ভারতের মিডিয়ায়।

অজিদের মতোই বাংলাদেশ দলেও নেই সেরা তিন তারকা তামিম-মুশফিক-লিটন। আছেন কেবল দুই সিনিয়র- সাকিব আর মাহমুদউল্লাহ। স্রেফ তরুণদের নিয়ে গঠিত দলটি অজিদের ঘোল খাইয়ে ছাড়ছে। গত ৩ আগস্ট ২৩ রানে জয়ের পর বুধবার (৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয় বাংলাদেশ।

অথচ, পশ্চিমবঙ্গের শীর্ষ দৈনিক 'আনন্দবাজার' শিরোনাম করেছে- 'ফের অঘটন, দ্বিতীয় টি২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।'

খোদ অস্ট্রেলিয়ান মিডিয়া বাংলাদেশদের ক্রিকেটারদের প্রশংসা করেছে। মুশফিককে খেলতে না দেয়ার সমালোচনা করছে। তার বিকল্প হিসেবে একাদশে আসা নুরুল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাও করছে। সেখানে বাংলাদেশের জয়কে 'অঘটন' বানিয়ে ফেলা মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। শুধু বাংলাদেশ নয়; ওপার বাংলার ক্রিকেটপ্রেমীরাও মিডিয়ার এমন মনোভাবের সমালোচনা করছেন। যদিও টাইগারদের প্রশংসা করেছে অন্য কয়েকটা ভারতের মিডিয়া।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি