ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানের পরিকল্পনা কাজে লাগিয়েই উন্নতি করেছে ভারত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২১

রমিজ রাজা

রমিজ রাজা

ভারতীয় ক্রিকেট যে প্রভূত উন্নতি করেছে, তার পিছনে আসল কারণ নাকি পাকিস্তান। রবি শাস্ত্রী নাকি পাকিস্তানের পরিকল্পনাগুলো কাজে লাগিয়েই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

পিসিবির নতুন চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন, যেহেতু বিরাট কোহলিদের দলে কোচ হিসেবে রবি শাস্ত্রী রয়েছেন, তিনিই পাকিস্তানের ভালো ভালো পরিকল্পনাগুলো ভারতীয় দলে কাজে লাগাচ্ছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটাই দাবি করেন তিনি।

রমিজ রাজা বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের যতো ভালো ভালো পরিকল্পনা রয়েছে, সেগুলো পরের দিকে ভারতীয় দলে দেখা গেছে। সেগুলো ভারত নিয়েছে। যেহেতু রবি শাস্ত্রী এখন ভারতীয় দলের কোচ, এটা হতোই। কারণ শাস্ত্রী বরাবরই পাকিস্তান ক্রিকেটের ভক্ত।’

রবি শাস্ত্রী, রমিজ রাজারা মূলত একই সময়ে নিজ নিজ দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। সে সময় তাঁরা নিজ নিজ দেশের ক্রিকেটের উন্নতি নিয়ে বেশ আলোচনা করতেন। যা নিয়ে বর্তমান পিসিবি চেয়ারম্যান আরও স্পষ্ট করে বলেন, তাঁদের সময়ের পরিকল্পনাগুলোই কাজে লাগাচ্ছে ভারত। 

রমিজ রাজা বলেন, ‘আমাদের দলটা খুব পরিশ্রমী ছিল। যাদের কম প্রতিভা ছিল, তারাও যাতে একশ ভাগ উজাড় করে দেয়, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা সহজে হাল ছেড়ে দিতাম না। ভারতও সেই রাস্তায় হেঁটেছে। প্রচুর পরিশ্রম করেছে, ওদের প্রথম শ্রেণির ক্রিকেটের মান তাৎপর্যপূর্ণভাবে উন্নত হয়েছে।’ সূত্র- আনন্দবাজার পত্রিকা।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি