ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

আইসিসির সেরা একাদশে নেই ভারতের কোন খেলোয়াড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৬ নভেম্বর ২০২১

সদ্যসমাপ্ত সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। তবে স্থান পায়নি ভারতের কোন খেলোয়াড়।

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্য থেকে আইসিসি সেরা একাদশে সুযোগ পেয়েছে ছয় দেশটি দেশের খেলোয়াড়রা। ভারত ছাড়া সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে কোন ক্রিকেটার।

একাদশে এবারের আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন। তারা হলেন- টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার হয়ে আসরে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার এডাম জাম্পা এবং পেসার জশ হ্যাজেলউড।

রানার্সআপ নিউজিল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন শুধুমাত্র ট্রেন্ট বোল্ট। এই পেসার ১৩ উইকেট নিয়েছেন। সেমিফাইনালের দল পাকিস্তান থেকে একাদশে আছেন শুধুমাত্র একজন, তিনি হলেন বাবর। 

তবে বিশ্বকাপের সেরা একাদশে দু’জন করে নেয়া হয়েছে ইংল্যান্ড, শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকা থেকে। 
ইংল্যান্ড থেকে জশ বাটলার ও মঈন আলি, শ্রীলংকা থেকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হাসারাঙ্গা ডি সিলভা ও চারিথ আসালঙ্কা এবং দক্ষিন আফ্রিকা থেকে আইডেন মার্করাম ও এনরিচ নর্টির সুযোগ হয়েছে।

দ্বাদশ খেলোয়াড় পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

একনজরে আইসিসির বিশ্বকাপের সেরা একাদশ

১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান, গড় ৪৮.১৬
২. জস বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান, গড় ৮৯.৬৬, পাঁচ ডিসমিসাল
৩. বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান)- ৩০৩ রান, গড় ৬০.৬০
৪. চারিথ আসালাঙ্কা (শ্রীলংকা)- ২৩১ রান, গড় ৪৬.২০
৫. আইডেন মাকরাম (দক্ষিণ আফ্রিকা)- ১৬২ রান, ৫৪.০০ গড়
৬. মঈন আলি (ইংল্যান্ড)- ৯২ রান, ৭ উইকেট
৭. হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা)- ১৬ উইকেট, গড় ৯.৭৫
৮. এডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ১৩ উইকেট, ১২.০৭ গড়
৯. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ১১ উইকেট, গড় ১৫.৯০
১০. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ১৩ উইকেট, গড় ১৩.৩০
১১. এনরিচ নর্টি (দক্ষিণ আফ্রিকা)- ৯ উইকেট গড় ১১.৫৫

দ্বাদশ খেলোয়াড়: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট, গড় ২৪.১৪

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি