ঢাকা, শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬

সেরা গোলদাতার খেতাব মেসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৮ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের সেরা গোলদাতার খেতাব এখন লিওনেল মেসির। পিএসজিতে পাড়ি দিয়েই সেরা বনে গেলেন এই আর্জেন্টাইন।

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে পাড়ি জমানোর পর প্রথম গোলের দেখা পান সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচে। ঘরের মাঠে ৭৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। 

১৩ ডিসেম্বর উইরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সেরা দশ গোলের তালিকায় উঠে আসে মেসির গোলটি। 

সেরা গোল নির্বাচনে দশ লাখ ভোটের মধ্যে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পায় মেসির গোল। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোটে পোর্তোর বিপক্ষে লিভারপুলের থিয়োগো আলকান্তারার গোল। 

১৩ শতাংশ ভোটে তৃতীয় হয়েছেন ডায়নামো কিয়েভের বিপক্ষে বায়ার্ন মিউনিখের লেভান্দোভস্কির গোল। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি