ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

পা কেটে হাসপাতালে ম্যাশ, পড়েছে ২৭টি সেলাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ৭ মে ২০২২ | আপডেট: ১৯:৫৬, ৭ মে ২০২২

মাশরাফি বিন মুর্তজা কৌশিক

মাশরাফি বিন মুর্তজা কৌশিক

Ekushey Television Ltd.

পা নিয়ে আবারো হাসপাতালে যেতে হল মাশরাফিকে। বাসায় টেবিলের কাঁচের সঙ্গে ধাক্কা লেগে খুব বাজেভাবেই পা কেটে গেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। যার ফলে তাৎক্ষণিক হাসপাতালে যেতে হয়েছে দেশ সেরা এই অধিনায়ককে। নিতে হয়েছে ২৭টি সেলাইও।

মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু কাশিফ রেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার ঢাকায় নিজ বাসায় কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে সাবেক এই অধিনায়কের। এর ফলে টেবিলের কাঁচ পিছন থেকে মাশরাফির ডান পায়ে মারাত্মকভাবে আঘাত করে।

এতে মাশরাফীর ওই পায়ে খুব বাজেভাবে কেটে যায় বেশ খানিকটা। পায়ের রগ পর্যন্ত কেটে যায়। যার জন্য ২৭টি সেলাইও নিতে হয়েছে তাকে। 

বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বর্তমান সংসদ সদস্য। সেখানকার জরুরী বিভাগে পর্যবেক্ষণে আছেন সাবেক এই ক্রিকেট তারকা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি