ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মোসাদ্দেকের আঘাতে কাঁপছে জিম্বাবুয়ে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ৩১ জুলাই ২০২২ | আপডেট: ১৮:৪৮, ৩১ জুলাই ২০২২

দ্বিতীয় ম্যাচে টসে হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৭ রানে হার। সেই ক্ষত কাটিয়ে ওঠতে প্রাণপণ লড়াই করছে সোহান বাহিনী। মোসাদ্দেকের ঘূর্ণিতে প্রথম ওভারেই দুই উইকেট হারালো জিম্বাবুয়ে।

অধিনায়ক নুরুল হাসান সোহান এবার আর পেসার দিয়ে আক্রমণ শুরু করলেন না। নিয়ে আসলেন স্পিনার। তাও নিয়মিত স্পিনার মাহদি হাসানকে নয়, মোসাদ্দেকের হাতে তুলে দিলেন বল। আর এতেই কাজ হয়। 

বল হাতে নিয়েই জিম্বাবুইয়ানদের ওপর চড়াও হলেন মোসাদ্দেক। তার করা প্রথম ওভারেই দুই ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই ওপেনার রেগিস চাকাভাকে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোসাদ্দেক।

ওভারের শেষ বলে কভার পয়েন্টে মাহদি হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ওয়েসলি মাধভিরেকে। প্রথম ম্যাচে এই মাধভিরেই ৬৭ রান করে বাংলাদেশের পরাজয়ে বড় ভূমিকা রাখেন। ৫ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

মোসাদ্দেকের ঘূর্ণিজাল থেকে মুক্তি মিলছে না জিম্বাবুয়ের। দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও আঘাত হানলেন তিনি জিম্বাবুয়ের ওপর। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মোসাদ্দেকের বলে উইকেট হারালেন জিম্বাবুয়ের দ্বিতীয় ওপেনার এবং অধিনায়ক ক্রেইগ আরভিনকে। রিভার্স সুইপ খেলতে গিয়ে প্রথম স্লিপে লিটনের হাতে ক্যাচ দেন আরভিন। ৬ রানে বিদায় নিল তিনজন ব্যাটার।

হারারে স্পোর্টস ক্লাব মাঠের আগের টি-টোয়েন্টি ১৭ রানে হেরেছে টাইগাররা। সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়েছে দুটি। স্পিনার নাসুম আহমেদকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে আরেক স্পিনার শেখ মেহেদী হাসানকে।

আর পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে নেওয়া হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে। জিম্বাবুয়ে অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি