ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৬ সেপ্টেম্বর ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিততেই হবে। না হলে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে ভারতের। এমন সমীকরণ মাথায় নিয়ে শ্রীলঙ্কার কাছে টস হেরে আগে ব্যাটিং পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

দুবাইয়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

'সুপার ফোর'-এর চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। পয়েন্টের খাতা খুলেছে শ্রীলঙ্কা (নেট রানরেট ০.৫৮৯) এবং পাকিস্তান (নেট রানরেট ০.১২৬)। দু'দলেরই পয়েন্ট দুই। তবে নেট রানরেটের নিরিখে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে ভারত (নেট রানরেট -০.৫৮৯) এবং আফগানিস্তান (নেট রানরেট -০.১২৬)।

আপাতত যা পরিস্থিতি, তাতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ হারলেই কার্যত ছিটকে যাবে ভারত। টিম ইন্ডিয়া যদি এদিন হেরে যায়, তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার দিকে এক কদম এগিয়ে যাবে দ্বীপরাষ্ট্রটি। সেখানে ভারতের পয়েন্ট হবে শূন্য। কার্যত শেষ হয়ে যাবে ভারতের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ! 

ভারত একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা একাদশ: 
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, আসিথা ফার্নান্দো।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি