ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

নাসিমের ছক্কায় জাভেদ মিয়াঁদাদকে স্মরণ বাবরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২২

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে গতরাতে সতীর্থ পেসার নাসিম শাহের দুই ছক্কায় সাবেক কিংবদন্তী জাভেদ মিঁয়াদাদকে স্মরণ করলেন অধিনায়ক বাবর আজম।

ম্যাচ জিততে শেষ ওভারে ১ উইকেট হাতে নিয়ে ১১ রান দরকার পাকিস্তানের। ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কায় পাকিস্তানকে অবিস্মরণীয় জয় এনে দেন দশ নম্বরে নামা নাসিম। এতেই বড়ে মিয়াকে মনে পড়েছে বাবরের।

বাবর জানান, নাসিম যেভাবে ম্যাচ শেষ করলো, এক কথায় অবিশ্বাস্য। তার ওই দু’ছক্কা মিয়াঁদাদের কথা মনে পড়ছে।
১৯৮৬ সালের ১৮ এপ্রিল এশিয়া কাপের ফাইনালে শারজাহতেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৫ রান করে ভারত। জবাবে ২৪১ রানে নবম উইকেট হারায় পাকিস্তান।

সেঞ্চুরি করে উইকেটে ছিলেন মিয়াঁদাদ। তাই জয়ের আশায় ছিল পাকিস্তানের। তবে শেষ বলে ম্যাচ জিততে ৪ রান দরকার পড়ে পাকিস্তানের। স্ট্রাইক পান মিয়াঁদাদ। বোলার ছিলেন ভারতের চেতন শর্মা। ইয়র্কার দেয়ার পরিকল্পনা ছিল চেতনের। হয়তো সেটি বুঝতে পেরেছিলেন মিয়াঁদাদ। উইকেটে ছেড়ে বলকে ফুলটস বানিয়ে হাঁকালেন ছক্কা।

আর সেই ছক্কাতেই দারুন এক জয়ের স্বাদ পায় পাকিস্তান। আজও সেই ছক্কা ও জয় অবিস্মরণীয়। তাই তো বুধবার রাতে নাসিমের দুই ছক্কা মিয়াঁদাদকে স্মরণ করিয়ে দিল বাবরকে।

ম্যাচ শেষে বাবর বলেন, “ড্রেসিংরুমে খুব চাপের মধ্যে ছিলাম। আজও ভাল ও বড় কোন জুটি তৈরি করতে পারিনি আমরা। শেষ কয়েকটা ম্যাচে এই সমস্যা হয়েছে। তবে নাসিম ছিল অনবদ্য। যেভাবে ম্যাচ শেষ করল সে, এক কথায় দুর্দান্ত। এর আগেও তাকে এরকম খেলতে দেখেছি, তার ওপর বিশ্বাস ছিল। নাসিমের দুই ছক্কা দেখে শারজায় মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কার কথা মনে পড়ে গেল।”

দুই ছক্কায় দলকে অবিস্মরণীয় জয় এনে দেয়ার পর নাসিম বলেন, “বোলার হলেও নেটে মন দিয়ে ব্যাটিং অনুশীলন করি। অনুশীলনে মাঝে মাঝে এমন ছক্কা মারি। তাই বিশ্বাস ছিল, ছক্কা মারতে পারবো। জানতাম, আমাকে ইয়র্কার দেয়ার চেষ্টা করবে, ফিল্ডারও সেভাবে সেট করা হয়। ওই সময় নিজের ওপর বিশ্বাস রাখা দরকার ছিল। সেরাটা দেওয়ার চেষ্টা করে সফল হয়েছি। এই ম্যাচ আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

৩৬ বছর আগে শারজাহতে ভারতের বিপক্ষে শেষ বলে মিয়াঁদাদের ছক্কা যেমন এখনও অবিস্মরণীয়, ঠিক তেমনি নাসিমের গতরাতের দু’ছক্কা ক্রিকেটপ্রেমিদের মনের মধ্যে গেঁথে থাকবে বহুকাল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি