ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

প্রথমার্ধেই ভুটানের জালে বাঘিনীদের চার গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৪:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে আছেন সাবিনারা।

শুক্রবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যান লাল-সবুজরা। ১৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা।

৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-০-তে এগিয়ে যায় বাংলাদেশ। আর ৩৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে ৪-০ লিডে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে শেষ চারে জায়গা করে নেন সাবিনা-কৃষ্ণারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের জয় পায় বাংলাদেশ। এরপর গ্রুপের শক্তিশালী দল ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজরা।

ভুটানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে বাংলাদেশের প্রথম লক্ষ্য পূরণ হবে। সেই সাথে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে বাংলাদেশের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল গোলাম রব্বানী ছোটনের দল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি