ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপের পাঁচ ম্যাচই জিততে চান শ্রীরাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ২০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে সম্ভবত সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশ। আফগানিস্তান তো বটেই, আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের অবস্থাও টাইগারদের চেয়ে ভালো বলে মনে করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। সরাসরি সুপার টুয়েলভে ওঠা বাংলাদেশ খেলবে মোট পাঁচটি ম্যাচ। সবগুলো ম্যাচই জয়ের আশা করছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম।

তবে বাস্তবতাটাও তিনি বোঝেন।

বিশ্বকাপের মূল পর্বে গত ১৫ বছরে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। সেখানে বৃহস্পতিবার ব্রিসবেনে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীরাম বলেন, ‘সম্ভব হলে পাঁচটি ম্যাচই জেতা আমাদের লক্ষ্য।  সব দলই তো জয়ের জন্য মাঠে নামে। তবে আমাদের বাস্তবতা বুঝতে হবে। একটি করে ম্যাচ ধরে এগিয়ে যেতে হবে। এখনো দুটি প্রতিপক্ষ কারা হবে, তা আমরা জানি না। অপেক্ষা করছি জানার জন্য। তাই একটি একটি ম্যাচ করে এগোনো খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি দূরে না ভেবে স্রেফ ওই ম্যাচ নিয়েই ভাবতে হবে। ’

বিশ্বকাপের মতো মঞ্চে জয়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলোতে জোর দিতে বললেন শ্রীরাম, ‘ম্যাচের মধ্যে ম্যাচ নিয়েও ভাবতে হবে… খেলাটাকে ভেঙে, যতটা সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ওই অংশগুলো জয় করা নিয়ে ভাবতে হবে। ওই ছোট ছোট মুহূর্তগুলো ভাবা হবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না, পুরো পাঁচ ম্যাচ মাথায় রেখে আমাদের এগোনো উচিত। একটি করে ম্যাচ ধরে নেওয়া এবং সেই ম্যাচের নানা মুহূর্ত নিয়েই আমাদের মনোযোগ রাখতে হবে। ’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি