ইউনাইটেডের সঙ্গে রোনালদোর সম্পর্ক শেষ
প্রকাশিত : ১০:৩৮, ২৩ নভেম্বর ২০২২
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক ভালো যাচ্ছে না অনেকদিন ধরেই। মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেছিলেন রোনালদো। তাতে মনে হয়েছিল ম্যানইউ অধ্যায় শেষ হতে চলছে পর্তুগাল তারকার। শেষ পর্যন্ত বিশ্বকাপ আসরেই আসলো সেই ঘোষণা।
পর্তুগিজ তারকার সঙ্গে সম্পর্ক চুক্তি বাতিল করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
কিছু দিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেছিলেন রোনালদো। বোমা ফাটানোর মতো মন্তব্য ছিল ৩৭ বছর বয়সী তারকার। ঠিক এরপর থেকে দুইপক্ষের সম্পর্কটা তিক্ততায় রূপ নেয়। সময়ের ব্যাপার ছিল দুইপক্ষের মধ্যে চুক্তি বাতিল হওয়াটা।
জানা গেছে, যৌথ সম্মতিতেই ক্লাব ছাড়ছেন সিআরসেভেন।
ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রোনালদোর সঙ্গে ইংল্যান্ডের ক্লাবটির সমঝোতা হয়েছে। ইউনাইটেডও রোনালদোর দল ছাড়ার ব্যাপারে এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা রোনালদোকে ধন্যবাদ জানিয়েছে।
ইউনাইটেড বিবৃতিতে বলেছে, ‘দুই মেয়াদে ওল্ড ট্রাফোর্ডে অনন্য অবদান রাখায় রোনালদোকে অনেক ধন্যবাদ। আমাদের হয়ে সে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছে। তার পরিবার ও তাকে আমরা ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যেকেই ফোকাস। কোচ এরিক টেন হ্যাগের অধীনে ভালো করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করছে।’
রোনালদার দল ছাড়ার ব্যাপারে ইউনাইটেড সমঝোতার কথা বললেও ফুটবল ভক্তরা বলছেন অন্য কথা। সম্প্রতি ক্লাব ও কোচ টেন হ্যাগকে নিয়ে বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘টেন হ্যাগের জন্য আমার কোনো সম্মান নেই। কারণ আমাকেও তিনি সম্মান দেখান না। কেউ আমাকে সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না।’
রোনালদো আরও বলেছিলেন, ‘টেন হ্যাগ চেয়েছেন আমি চলে যাই। শুধু কোচই নন, ক্লাবের আরও দুই থেকে তিনজন ব্যক্তি আমাকে বের করে দিতে চেয়েছেন। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।’
জুভেটাসে টানা তিন মৌসুম কাটিয়ে গত বছর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। এরই মধ্যে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে গিয়েও থেকে গেছেন পুরনো ক্লাবেই। গত মৌসুমে ভালো সময় কাটলেও এবার ঠিক উল্টোটি।
তাই শেষ পর্যন্ত সম্পর্কটা ছিন্নই হয়ে গেলো।
এএইচ