ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

আইপিএল নিলামে প্রথম ধাপে অবিক্রিত সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২৩ ডিসেম্বর ২০২২

আইপিএলের আগে দল গোছানোর লড়াইয়ে চলছে 'মিনি' নিলাম। ভারতের কোচিতে আজ শুক্রবার বেলা ৩টায় শুরু হয়েছে এই নিলাম। এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও, চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।

২০২৩ আইপিএলের জন্য এবার নিলামের তালিকায় ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের তুলনায় ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবারো আইপিএলের নিলামে দল পেলেন না বাংলাদেশের টি-২০ অধিনায়ক।

২০১১ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ ছিলেন সাকিব। বেশিরভাগ সময় খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই দলকে দুইবার শিরোপা জেতাতেও ছিল বড় অবদান।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেন সাকিব। ২০১৮ মৌসুমে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। পরের বছরও হায়দরাবাদেই খেলেছেন।

নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এরপর। সেই যে বিরতি গেলো, আর আইপিএলে সুযোগ মেলেনি বিশ্বসেরা অলরাউন্ডারের। গতবার অবিক্রিত ছিলেন ২ কোটি রুপিতে। এবার তার ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে প্রথম ধাপে আগ্রহ দেখায়নি কোনো দল।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি