ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪

৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৬:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।

স্বাগতিক পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার দিবারাত্রির এ ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে সুপার ফোর রাউন্ড।

এরই মধ্যে ৯ ওভার ১ বলে ৪৭ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাশ করেছেন ১৬ রান, মেহেদি হাসান মিরাজ শূন্য, মোহাম্মদ নাইম ২০, তৌহিদ হৃদয় ২।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ওঠে পাকিস্তান। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে পা রাখে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম, ইমাম-উল-হক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি