ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনা জয় পেলেও পয়েন্ট হারিয়ে ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১৩ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

দক্ষিণ আমেরিকা অঞ্চেলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের সাথে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে ঘরের মাঠে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করায় পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।

চোটা কাটিয়ে ফিরলেও শুরু একাদশে ছিলেন না লিওনেল মিসে। তবে জয় পেতে খুব বেশি সমস্যায় পরতে হয়নি আলিবিসেলেস্তেদের। তিন মিনিটে ওতামেন্ডির গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে আক্রমণের ঝড় তুললেও গোল পায়নি আর্জেন্টিনা। 

দ্বিতীয়আর্ধে খেলার ধার কিছুটা কমে আসলেও গোলটি শোধ দিতে পারেনি প্যারাগুয়ে। 

এই জয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।

অন্যদিকে ব্রাজিল-ভেলেজুয়েলা ম্যাচে প্রথমার্ধ ছিলো গোলশূন্য। বিরতির পর এগিয়ে যায় সেলেসাওরা। তবে শেষদিকে গোলটি শোধ দিয়ে ব্রাজিলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরে ভেনেজুয়েলা।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। ৪৮তম মিনিটে পায়ের কারিকুরিতে জায়গা বের করে নেওয়ার পর নেইমারের শট ফিস্ট করে আটকান গোলরক্ষক। দুই মিনিট পরই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় টানা দুই ম্যাচ জিতে আসা ব্রাজিল। 

নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল।

এরপর কোণঠাসা ভেনেজুয়েলা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। পোস্টের নিচে এদেরসনের কিছুই করার ছিল না। 

বাকিটা সময়ে নেইমাররা পারেনি গোল করতে। তাতে চলতি বাছাইয়ে জয়ের ধারায় ছেদ পড়ে ব্রাজিলের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি