ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বিশ্বকাপে দ্বিতীয় জয়ের সন্ধানে বিধ্বস্ত বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৭ অক্টোবর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল কোলকাতার ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচে হারের লজ্জা পায় বাংলাদেশ। এতে পয়েন্ট টেবিলের নীচের দিকে ছিটকে পড়ে টাইগাররা। অভিজ্ঞতা এবং শক্তির বিচারে নেদারল্যান্ডসের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামছে  টাইগাররা।

চলতি বিশ^কাপে এ পর্যন্ত  ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩৫ রানের জয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশের সমান ২ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে রয়েছে নেদারল্যান্ডস। দশ দলের টুর্নামেন্টে অষ্টমস্থানে আছে বাংলাদেশ।

ভিন্ন দু’টি  প্রতিপক্ষের কাছে শোচনীয় হারের স্বাদ নিয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ৮ উইকেটে অস্ট্রেলিয়ার ৩৯৯ রানের সংগ্রহের ম্যাচে ৩০৯ রানে হেরে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বড় পরাজয়ের স্বাদ পায়  নেদারল্যান্ডস। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছিলো বাংলাদেশ। 

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের পর টানা চার হারে বাংলাদেশের স্বপ্ন ফিকে হয়ে গেছে। কাগজে-কলমে দু’টি ম্যাচ জয়ের ক্ষেত্রে পরিষ্কারভাবে ফেভারিট  বাংলাদেশ। ইতোমধ্যে আফগানিস্তানকে হারিয়েছে তারা। এবার নেদারল্যান্ডসকে বধ করার পালা টাইগারদের।

ভারত ও শ্রীলংকার সাথে  যৌথ আয়োজক  বাংলাদেশ ২০১১ বিশ্বকাপে  এতকবার মুখোমৃুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস।  বিশ্বকাপ আসরে একবারই মুখোমুখি হওয়া  ম্যাচে ডাচদের ৪৬ দশমিক ২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা। ঐ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বর্তমান দলে থাকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম সাক্ষাৎতে ৬ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। আগামীকালের ম্যাচটি এই ফরম্যাটে দু’দলের তৃতীয় লড়াই।  
স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয় থেকে অনুপ্রেরণা খুঁজবে নেদারল্যান্ডস। যেকারণেই আরও একবার অঘটনের জন্ম দিতে চাইবে ডাচরা।

নিজেদের সম্মান টিকিয়ে রাখতে ও সমর্থকদের স্বস্তি দিতে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙতে মরিয়া বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে নিজের ভুল-ক্রুটিগুলো শুধরাতে শৈশবের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সাথে কাজ করতে ঢাকায় এসেছিলেন বিশ^কাপে খারাপ সময় পার করা সাকিব। ইতোমধ্যে কোলকাতায় দলের সাথে যোগ দিয়েছেন তিনি।

নিজের পরামর্শদাতার সাথে দীর্ঘ সময় কাজ করার পর, সাকিব এবার ফর্মে ফিরতে পারেন কিনা সেটিই দেখার বিষয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় সাকিবকে দুয়োধ্বনি দেয় ভক্তরা। বাংলাদেশ দলের  হতাশাজনক  পারফরমেন্সে ভক্তরা কতটা হতাশ তারই প্রমান দেয় এ  ঘটনা ।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া অন্য কোন ফল নিশ্চিতভাবেই দেশের  ক্রিকেটের জন্য অশনি সংকেত।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডে, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি