ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মোহাম্মদ শামিকে আদালতে তলব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামিকে আবার আদালতে তলব করা হয়েছে। সাবেক স্ত্রী হাসিন জাহানকে দেওয়া চেক বাউন্স করার ফলেই শামিকে আদালতে তলব করা হয়েছে। বুধবার তার হাসিন জাহানের আইনজীবী এ তথ্য জানান।  

এনডিটিভি জানায়, হাসিন জাহান ইতিমধ্যেই নেগোশিয়েবিল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা এনআই অ্যাক্টে শামির বিরুদ্ধে আলিপুরের প্রধান বিচার বিভাগীয় আদালতে একটি মামলা করেন।

হাসিন জাহানের আইনজীবী জাকির হুসেন বলেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আলিপুর আদালতে শামিকে হাজিরা দিতে বলা হয়েছে।

হাসিন জাহানের আইনজীবী আরও অভিযোগ করেন, শামি তার সাবেক স্ত্রী`র ভরণপোষণের জন্য যে অর্থ যোগান দিতেন, তা বন্ধ করে দেন। এরপর, চেকটির বাউন্স করে যাওয়া। ব্যাঙ্কের যে শাখায় জমা করা হয়েছিল চেকটি, তারাই প্রথম ঘটনাটি অবহিত করেন হাসিন জাহানকে।

চলতি বছরের শুরুতে মোহম্মদ শামির বিরুদ্ধে নৈতিক অবক্ষয়ের অভিযোগ এনে প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েন হাসিন জাহান। দুজনের প্রকাশ্য বিবাদ সেইসময় মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে।

এরপর থেকে ওই দম্পতি আলাদা থাকতে শুরু করে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।  

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি