ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

পাকিস্তান দল ক্রিস গেইলের মতো: মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। আর ফাইনালে নিশ্চিত করেছে ভারত। ভারত ফাইনালে পাকিস্তান অথবা বাংলাদেশকে পাবে। বুধবার ‘অঘোষিত’ সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষেই ভারি। ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের মাটিতে ধবলধোলাই হয় পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ তিন দেখায় দুটিতে জয় পায় বাংলাদেশ।

তবে নিজেরা এগিয়ে থাকলেও সরফরাজ খানদের বিপক্ষে নির্ভার থাকতে চান না বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি মনে করেন, পাকিস্তান অনেকটা ক্রিস গেইলের মতো, যেদিন খেলে সেদিন কাউকেই পাত্তা দেয় না। মোস্তাফিজের সহজ কথা এটা। সাংবাদিকদের এমনটি জানান তিনি।

আফগানিস্তানের বিপক্ষে মোস্তাফিজের জাদুকরি এক ওভারে জয় পায় বাংলাদেশ। কিন্তু প্রতি ম্যাচে এমনটা নাও হতে পারে বলেই মনে করেন এই ২৩ বছর বয়সী পেসার। বলেন, ‘গোল বলের কোনো বিশ্বাস নাই। আল্লাহ সহায় থাকলে হবে। লাস্ট ওভারে কুড়ির (২০) ওপরে থাকলে সম্ভব। তবে ২০ রান পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। যে কেউ নিয়ে নিতে পারে।’

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি