ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অবৈধ বোলিং অ্যাকশন : ক্রিকেটে নিষিদ্ধ হলেন ধনাঞ্জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে শ্রীলঙ্কার অফ স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

ঘরোয়া লিগে দেশের ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে খেলতে পারবেন বলে জানিয়েছে আইসিসি।

উল্লেখ্য, ধনাঞ্জয়া ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্টে অভিযুক্ত হওয়ার পর গত ২৩ নভেম্বর ব্রিজবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিংয়ের পরীক্ষা দেন। পরীক্ষার ফল হাতে আসার পর তার বোলিং অ্যাকশন অবৈধ বলে জানিয়েছে আইসিসি। সেই সাথে তাকে নিষিদ্ধ ঘোষণা করে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি