ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

বাংলাদেশ নারী দলকে লা লিগার শুভেচ্ছা বার্তা

প্রকাশিত : ১৬:৪২, ১৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার বিকেল বিকেল সোয়া ৩টায় রঙ্গশালা স্টেডিয়ামে সেমি ফাইনালের পথে যেতে ভুটানের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে সাবিনা-কৃষ্ণাদের শুভকামনা জানিয়েছে স্প্যানিশ লা লিগা।

লা লিগা তাদের অফিসিয়াল পেজে বাংলাদেশের মেয়েদের শুভকামনা জানিয়ে ইংরেজি অক্ষরে বাংলা বাক্যে লিখেছে, `বাংলাদেশের অসামান্য মহিলা ফুটবল টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা! তোমাদের স্পিরিটকে করি স্যালুট। অল দ্য বেস্ট।`

আগের চারটি সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র একটি ফাইনালে খেলতে পেরেছিল নারী দল। বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের নারী দল ঠিক যতটা সফল, তার উল্টো চিত্রই দেখা যায় জাতীয় দলে। তবে বর্তমান জাতীয় দলের বেশিরভাগ সদস্যই উঠে এসেছে সেই বয়সভিত্তিক দল থেকেই।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি