ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মানবতা হারিয়ে গেছে, মসজিদ প্রার্থনার স্থান: পাকিস্তান অধিনায়ক

প্রকাশিত : ১৮:১৬, ১৫ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। ভয়াবহ এ ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। একটু এদিক ওদিক হলেই ঘটতে পারত কল্পনাতীত কিছু।

নারকীয় এ ধ্বংসযজ্ঞে হতবাক গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। তাতে শামিল হচ্ছেন একের পর এক ক্রিকেটার। দাঁড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেটারদের পাশে। এবার সমবেদনা জানালেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

টুইটবার্তায় পাকিস্তান অধিনায়ক বলেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় গভীরভাবে দুঃখিত। এতে হতাহত ও নিহতদের পরিবারের প্রতি আমার দোয়া ও প্রার্থনা। মানবতা হারিয়ে গেছে। এটা প্রার্থনার স্থান ছিল। আল্লাহকে ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি