ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

এস আলম সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো এফএসআইবিএল

প্রকাশিত : ১৩:২৭, ১১ মে ২০১৯ | আপডেট: ১৩:২৮, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত এস আলম সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর শিরোপা নির্ধারণী ম্যাচে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ৬ উইকেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)।

টসে জিতে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ১৭ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আরিফ নেওয়াজ- ৪৫* (এফএসআইবিএল) ও সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এফএসআইবিএল- এর মো. জিয়া উদ্দিন চৌধুরী। এছাড়াও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সাদ্দাম হোসেন (এফএসআইবিএল), সর্বোচ্চ রান সংগ্রহ করেন সাফায়েত আহমেদ (এফএসআইবিএল)।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মো. মোর্শেদুল আলম, পরিচালক, এস আলম গ্রুপ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে এফএসআইবিএল- এর চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান ও পি এস টু চেয়ারম্যান মো. আকিজ উদ্দিনসহ উভয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি