ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

পাক ব্যাটিং কোচের বিস্ফোরক বক্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের প্রাক্তন তারকা খেলোয়াড় গ্রান্ট ফ্লাওয়ার পাঁচ বছর কাটিয়েছেন পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে। তিনি বলেছেন ওই পাঁচ বছর ছিল তার জীবনের সব চেয়ে খারাপ সময়। এছাড়া ওই পাঁচ বছরে তিনি কাজ করার কোন স্বাধীনতাও পাননি।

এরই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উৎকণ্ঠা তাকে ক্রমশ হতাশ করে তুলেছিল। ফ্লাওয়ার বলেছেন, ‘একদিকে নিরাপত্তা নিয়ে অস্বস্তি, অন্যদিকে কাজ করার কোন স্বাধীনতাই পাইনি। ফলে আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম।’

২০১৪ সালে পাক দলের ব্যাটিং কোচ হিসেবে সরফরাজদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গ্রান্ট ফ্লাওয়ার। এবার বিশ্বকাপে ব্যর্থতার পর পাক বোর্ড জানিয়ে দিয়েছে তার সঙ্গে নতুনভাবে চুক্তি করা হবে না। সেই সিদ্ধান্ত শোনার পরে মুখ খুলেছেন জিম্বাবুয়ে দলের প্রাক্তন তারকাও।

তার মন্তব্য হচ্ছে, ‘প্রাক্তন ক্রিকেটারেরা যেভাবে পেছন থেকে ছুরি মারতেন, তা কল্পনাতীত ছিল। তারই সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে ধরনের নোংরা রাজনীতি হত, সেটা সহ্য করা যায় না। আর পাক বোর্ডের অন্দরমহলে যে ধরনের অনৈতিক রাজনীতি হত, সেটা আমি ভুলতে পারব না।’

এছাড়া ফ্লাওয়ার আরও বলেছেন, ‘দায়িত্ব পাওয়ার পরে আমি যত জন ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সেরা বাবর। সেই জায়গা থেকে দেখতে গেলে হ্যারিস সোহেল ছিল সবচেয়ে দুর্বল। ও কোনও সময়ে ভাল পারফর্ম করতে পারেনি।’

পাক বোর্ডকে গ্র্যান্ট ফ্লাওয়ারের পরামর্শ হচ্ছে, ‘ঘরোয়া ক্রিকেটকে মজবুত করতে হবে। পাল্টাতে হবে পরিকাঠামো। তাহলেই অনেক প্রতিভাধর ক্রিকেটার উঠে আসবে।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি