ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

৪৪ মিনিটেই শততম ম্যাচ জিতলেন সেরেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৫ সেপ্টেম্বর ২০১৯

ইউএস ওপেনে শততম ম্যাচ জিততে সেরেনা উইলিয়ামস সময় নিলেন মাত্র ৪৪ মিনিট। সাতাশ বছরের চিনা প্রতিপক্ষ ওয়াং কুইয়াংকে ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনা ৬-১, ৬-০ সেটে হারালেন। এবারের ওপেনে কোন ম্যাচ এত তাড়াতাড়ি শেষ হয়নি। মার্কিন কিংবদন্তি একপেশে খেলে জয় তুলে নেন।

শততম ম্যাচ জিতে সেরেনা বলেন, সত্যিই ব্যাপারটা অবিশ্বাস্য। মনে হয় ১৬ বছর বয়সে এখানে প্রথম খেলেছিলাম। কোন দিনই ভাবিনি ওপেনে ১০০ ম্যাচ জিতব।

৩৭ বছরের টেনিস গ্লামারের আসল লক্ষ্য হচ্ছে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের অনন্য নজির স্পর্শ করা। কন্যা সন্তান অলিম্পিয়ার জন্মের পর কোর্টে ফিরে সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন তিনি।

এদিন আর্থার অ্যাশ স্টেডিয়ামে একপেশে জয় নিয়ে সেরেনা বলেন, খেলতে নেমে মাথায় একটা কথাই থাকে, তাহলো আমাকে জিততে হবে, না হলে বিদায় নিতে হবে। আসলে টুর্নামেন্টের মাঝপথে হেরে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। আজ এতটা সহজে জিতব ভাবিনি। তবে এই ছন্দটা ধরে রাখতে চাই। কারণ আমার রয়েছে আরও বড় লক্ষ্য।

সেরেনা আরও শোনালেন, বহুদিন পরে এতটা সুস্থ বোধ করছি। টেনিস খেলেও আগের মতোই মজা পাচ্ছি।

কিংবদন্তি টেনিস তারকার কাছে হেরে চিনা প্রতিপক্ষের সরল স্বীকারোক্তি, ‘সেরেনার যে শক্তি দেখলাম, তাতে তাকে সামলানোর সত্যিই কোন ক্ষমতা ছিল না আমার। যে কাউকেই হারানোর ক্ষমতা রাখে সেরেনা। কে বলবে ওর বয়স এখন ৩৭!’

সেমিফাইনালে সেরেনার মুখোমুখি হচ্ছেন ইউক্রেনের এলিনা সিতোলিনা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি