ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের ৪ ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে রাখা হয়েছে জাতীয় দলের চারজন ক্রিকেটারকে। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচের দলটিতে সুযোগ পাওয়া চার ক্রিকেটার হলেন- সাব্বির রহমান, আফিফ হোসেন, ইয়াসির আরাফাত মিশু এবং মোহাম্মদ সাইফ উদ্দিন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা বেশ কয়েকজনের সঙ্গে এই চারজন নিজেদের ঝালিয়ে নিবেন মূল সিরিজের আগে।   

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ১৩ সদস্যের জাতীয় দলেও রয়েছেন এই চার ক্রিকেটার। আগামী ১৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের অন্য দলটি হল- আফগানিস্তান।

বিসিবি একাদশ: সাইফ হাসান, নাইম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলী অনিক এবং সাইফ উদ্দিন। সূত্র- ইউএনবি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি