ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

অবশেষে দল পেলেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১৭ নভেম্বর ২০১৯

বিপিএলে মাশরাফি

বিপিএলে মাশরাফি

টানা ছয় বছর ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে হওয়ার পর এবার বিসিবির মালিকানাতেই হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গড়ে নেয় দলগুলো। 

যেখানে প্রথম দুই রাউণ্ডে কোনও দল না পেলেও অবশেষে দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।  বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ককে অবশেষে দলে নিয়েছে ঢাকা প্লাটুন। এর আগেও ঢাকার হয়ে খেলেছিলেন মাশরাফি।

আসুন দেখে নেয়া যাক, কে কোন দলে ঠাঁই পেলেন- 

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান,আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী,মাশরাফি বিন মুর্তজা, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, লরি ইভান্স।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, শহিদুল ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক।

রাজশাহী রয়ালস: লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, ফরহাদ রেজা, অলক কাপালি, রবি বোপারা, হজরতুল্লাহ জাজাই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল হক, আবু হায়দার রনি, নাহিদুল, সুমন খান, কুশল পেরেরা, মুজিব-উর রহমান।

সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, নাইম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, শেরফেইন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক।

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, ফজলে রাব্বি, জাকির হাসান, নাদিফ চোধুরী, মোহাম্মদ নবী, শাই হোপ।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি