ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তান সফর: টি-২০’র পরই টেস্টের সিদ্ধান্ত নেবে বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৫ ডিসেম্বর ২০১৯

পাকিস্তান সফরে টি-টোয়েন্টির পরই টেস্টের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানুয়ারিতে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নিরাপত্তার শঙ্কায় এ সিদ্ধান্ত নিলেও পাকিস্তান এ যুক্তি মানতে রাজি নন।

প্রয়োজন হলে এ ইস্যুতে আইসিসির কাছেও যাওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টেস্টের জন্য নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য পিসিবিকে প্রস্তুাব দিয়েছে বিসিবি। তবে পাকিস্তানের সব ম্যাচ পাকিস্তানেই হবে বলেই হুশিয়ারি দিয়েছেন পিসিবি’র সভাপতি এহসান মানি। তাইতো বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজের পরই টেস্ট সিরিজের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি