ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ফিরলেন লিটন, খাদের কিনারে বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২০

সাজঘরে লিটন, খাদের কিনারে বাংলাদেশ 

সাজঘরে লিটন, খাদের কিনারে বাংলাদেশ 

একশ রানের পরই পাঁচ হারিয়ে বিপর্যয়ে পড়ার পর প্রতিরোধ গড়ে তুলেছিলেন মোহাম্মদ মিথুন ও লিটন দাস। তাতে এগিয়েও যাচ্ছিল বাংলাদেশের স্কোর। দারুণ খেলছিলেন তারা। কিন্তু আচমকা থেমে গেলেন লিটন। অখ্যাত হারিস সোহেলের এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি। 

ফেরার আগে করেন ৭ চারে লড়াকু ৩৩ রান করেন লিটন দাস। যাতে ১৬১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ। কেননা, ইতোমধ্যেই সফরকারীদের ব্যাটিংয়ের লেজ বের হয়ে এসেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯০ রান। মোহাম্মদ মিথুন ৩৫ রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিতে ১৪ রানে ক্রিজে আছেন তাইজুল ইসলাম।

এর আগে রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন অভিষিক্ত সাইফ হাসান। সেই রেশ না কাটতেই মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ফলে চাপে পড়ে যায় মোমিনুল হকের দল।

পরে অধিনায়ক মোমিনুল হককে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন নাজমুল হোসেন শান্ত। ধীরে ধীরে মেলবন্ধন গড়ে তোলেন দুজন। ইনিংস মজবুত করতে শুরু করেন তারা। কিন্তু হঠাৎ পথচ্যুত হন মোমিনুল। শাহিন আফ্রিদির বলে অযাচিত শট খেলতে গিয়ে আউট হন অধিনায়ক। ফেরার আগে ৫ চারে ৩০ রান করেন প্রিন্স অব কক্সবাজার। তাতে শান্তর সঙ্গে ভাঙে ৫৯ রানের জুটি।

টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানের বিদায়ে চাপেই থাকে বাংলাদেশ। এ পরিস্থিতিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন শান্ত। ভালো সঙ্গও পান তিনি। তবে একপর্যায়ে হার মানেন এ টপঅর্ডারও। উইকেটের পেছনে তাকে ক্যাচ বানান মোহাম্মদ আব্বাস। ফেরার আগে ৬ চারে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেন শান্ত। 

৯৫ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চে গিয়েছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই সাজঘরের পথ ধরেন তিনি। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। সেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন রিয়াদ। ফেরার আগে ৪ চারে ২৫ রান করেন সাইলেন্ট কিলার।

এদিকে, এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে সাইফের। একাদশে রয়েছেন এক স্পিনার ও তিন পেসার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন রুবেল হোসেন। 

অন্যদিকে, এ নিয়ে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে দেশটি সফরে টেস্ট খেলেন টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে অংশ নিয়ে ৯টিতেই পরাজিত হতে হয়েছে। বাকি ম্যাচটি ড্র।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি