ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

ফের বাবা হলেন সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ২৪ এপ্রিল ২০২০

স্ত্রী ও বড় মেয়ের সঙ্গে সাকিব আল হাসান- সংগৃহীত

স্ত্রী ও বড় মেয়ের সঙ্গে সাকিব আল হাসান- সংগৃহীত

Ekushey Television Ltd.

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার ও বিশ্বেসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার বিকেলে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। গেল মাসে যুক্তরাষ্টে যান সাকিব। আগেই সেখানে স্ত্রী শিশির অবস্থান করছিলেন। 

এক সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় কন্যার জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। 

এর আগে নিজের ফেইসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে সাকিব ইঙ্গিত দেন তাদের ঘরে আসছে নতুন অতিথি। বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছিলেন তিনি। যেখানে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বড় বোনের দায়িত্ব।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি