ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অচেনা আনুশকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সিনেমার চরিত্রে নিজেকে পুরোপুরি বিশ্বাসযোগ্য করে তুলতে কত কিছুই না করেন তারকারা। লুক-কস্টিউম থেকে শুরু করে শারীরিক গড়ন সবখানেই আনেন পরিবর্তন। এবার এমনই এক পরিবর্তিত লুকে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা,যার নেপথ্যে রয়েছে ভারতের নারী ক্রিকেটার ঝুলনের বায়োপিক। খবর আনন্দবাজার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) আন্দুল স্টেশন ও রাজবাড়ির মাঠে শুটিং করলেন আনুশকা। প্রথমে আন্দুল স্টেশনে পরে বেশ কিছুক্ষণ আন্দুল রাজবাড়ির মাঠে শুটিং করলেন তিনি।

এদিন ছোট ছোট চুল, স্কার্ট আর শার্টে ব্যাট-বল হাতে মাঠে নামেন তিনি। গত সপ্তাহেই ঝুলনের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিংয়ে কলকাতায় আসেন বিরাট কোহলি পত্নী। বেগুনি রঙের স্কার্টের ওপর সাদা শার্ট পরে ঝুলনের ছোটবেলার দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়ান। দেখে চেনাই যাচ্ছিল না ‘রব নে বানাদে জুড়ি’ খ্যাত অভিনেত্রীকে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি