ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ মোহাম্মদ শেহজাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:২৬, ১১ আগস্ট ২০১৯

নীতিমালা ভঙ্গের দায়ে উইকেটরক্ষক ওপেনার মোহাম্মদ শেহজাদকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শনিবার এ ঘোষণা দেয় এসিবি। 

এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলতে পারবেন না তিনি। খেলতে পারবেন না বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজও।

একইসঙ্গে শেহজাদের কেন্দ্রীয় চুক্তিও স্থগিত ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বোর্ডকে না জানিয়ে তিনি একাধিকবার দেশ ছেড়েছেন, বিদেশ ভ্রমণ করেছেন।

বোর্ড আরও জানিয়েছে, নিয়মরক্ষা কমিটির সঙ্গে গত মাসের ২০ ও ২৫ তারিখে তার দেখা করার কথা ছিল। তিনি ওই দুই সভাতেও যাওয়ার প্রয়োজন মনে করেননি।

যদিও শেষমেশ শেহজাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখছে আফগান বোর্ড। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পর্যালোচনা করার জন্য আবারও আলোচনায় বসবে আফগান বোর্ডের নিয়মরক্ষা কমিটি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি