ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

অবশেষে আশরাফুলকে দলে টানল চিটাগং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ২৯ অক্টোবর ২০১৮

বিপিএলের ষষ্ঠ আসরের ‘বি’ ক্যাটগরিতে থাকা বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলকে দলে ডেকেছে চিটাগং ভাইকিংস। এছাড়া প্লেয়ার ড্রাফটে বিদেশি ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে টেনেছে শহীদ আফ্রিদি এবং শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরাকে।

উল্লেখ্য, মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান। কিন্তু তখনও জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের দরজা বন্ধ ছিল তার জন্য। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ১৩ আগস্ট ফিরেছেন ৩৪ বছর বয়সী অ্যাশ।
আশরাফুল ছাড়াও ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রয় ও তাসকিন আহমেদরা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল। এবার ১৫৫ জন দেশি ক্রিকেটারকে ড্রাফটে রাখা হয়।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি