ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

অবশেষে আসছে জিম্বাবুয়ে, সঙ্গে আফগানিস্তানও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ৭ আগস্ট ২০১৯

ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ইস্যুতে জিম্বাবুয়ে জাতীয় দলকে নিষিদ্ধ করে আইসিসি। যে কারণে বাংলাদেশ সফরে আসা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। শেষ পর্যন্ত কেটে গেছে সে সব অনিশ্চয়তা। একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরেই ঢাকা আসছে জিম্বাবুয়ে। সঙ্গে আসছে আফগানিস্তানও।

তবে আফগানরা আসছে একটু আগেভাগেই। আগামী ৩০ আগস্ট ঢাকায় পৌঁছার কথা টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির। আগামী ৫-৯ সেপ্টেম্বর বাংদেশেরে বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে রশিদ খানরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আর জিম্বাবুয়ে দলের ঢাকায় পৌঁছার কথা ৮ সেপ্টেম্বর। পরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৪ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই হবে হোম অব গ্রাউণ্ড মিরপুরে।

অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। কিন্তু সেই সিরিজের দিন-তারিখ এখনও চুড়ান্ত হয়নি। 

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট:

১-২ সেপ্টেম্বর: দুদিনের প্রস্তুতি ম্যাচ (আফগানিস্তান-বিসিবি একাদশ)

৫-৯ সেপ্টেম্বর (একমাত্র টেস্ট) : বাংলাদেশ-আফগানিস্তান (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ:

১১ সেপ্টেম্বর: টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ, জিম্বাবুয়ে ও বিসিবি একাদশ (ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম)

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)

১৪ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)

১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)

১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)

২০ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)

২১ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান ( জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)

২৪ সেপ্টেম্বর: ফাইনাল (মিরপুর, শেরেবাংলা স্টেডিয়াম)

এনএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি