ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশিত : ১৩:০৬, ২৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:০৬, ২৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

আগামী ৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। আর ওয়েস্ট ইন্ডিজ প্রথম মাঠে নামবে ৩১ মে। তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এর আগে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অবশেষে এবার দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন-

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রাথওয়েট, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল, ফ্যাবিয়ান অ্যালেন ও শ্যানন গ্যাব্রিয়েল।

দল ঘোষণা প্রসঙ্গে কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা মনে করেন, আসন্ন বিশ্বকাপে তাদের দলটির ভালো করার সম্ভাবনা প্রবল। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে বলে মনে করেন তিনি।

লারা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। আমরা ইংল্যান্ড ও ভারতকে হারাতে পারি, সেটা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি আমরা। তবে আমরা যখন বাংলাদেশ অথবা আফগানিস্তানের কাছে হারি, তখন আমাদের সবকিছু শেষ হয়ে যায়। যে কারণে ওয়েস্ট ইন্ডিজকে এটা এড়াতে হবে। ক্যারিবীয় দলটিকে সেমিফাইনালে দেখতে চাই।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি