ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অবসর নিচ্ছি না: গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পোর্ট অব স্পেনে বুধবার রাতে ক্রিস গেইল শেষ ওয়ানডে খেলে ফেলেছেন বলেই আবহ ছিল চারপাশে। কিন্তু ম্যাচের পরে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন গেইল। জানিয়ে দেন, তিনি অবসর নিচ্ছেন না।

ক্রিকেট উইন্ডিজ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ৩৯ বছর বয়সী গেইলকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন? যা শুনে গেইল বলে দেন, ‘আমি তো কিছু ঘোষণা করিনি। অবসর নিচ্ছি, এ কথা বলিনি।’ এর পরে জানতে চাওয়া হয়, তাহলে কি আপনি আরও কিছু দিন থাকছেন? গেইলের জবাব, ‘হ্যাঁ, পরবর্তী নোটিস পর্যন্ত।’

আর ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলে যান, ‘আমি যত দূর জানি, গেইল এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়নি।’

আসলে গেইলের অবসর নেওয়া না নেওয়া নিয়ে নাটক বিশ্বকাপ থেকেই। বিশ্বকাপের আগেই ‘ইউনিভার্স বস’ ঘোষণা দিয়েছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিন্তু বিশ্বকাপের শেষ পর্যায়ে এই সিদ্ধান্ত থেকে সরে যান গেইল। সব মিলিয়ে ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ৩৯ বছর বয়েসী এই বিস্ফোরক ব্যাটসম্যানের অবসরে যাওয়া সময়ের ব্যাপার মনে করা হলেও গেইল নিজের অবসর নিয়ে করে যাচ্ছেন রহস্য।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি