ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

অভিষেকের রোমাঞ্চ সিলেটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ৩০ অক্টোবর ২০১৮

সিলেটে অনুষ্ঠিত হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশ-জিম্বাবুয়ের সেই খেলা নিয়ে এখন রোমাঞ্চের হাওয়া শহরজুড়ে। দুশ্চিন্তাও রয়েছে। পরশু দিনরাতের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আয়োজকদের কপালে ফেলে চিন্তার ভাঁজ। কাল অবশ্য বৃষ্টির দাপট ছিল না। সূর্যের আঁচে ছিল মিষ্টি বাতাসের সুবাস। এরই মধ্যে কাল সকালে প্রায় ঘণ্টা চারেকের অনুশীলন বাংলাদেশ দলের।

প্রতিপক্ষ জিম্বাবুয়ে রয়েছে চট্টগ্রামে। তাদের তিন দিনের ম্যাচের কাল প্রথম দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। আর সিলেটে পৌঁছার পর কালই প্রথম ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নেওয়া শুরু স্বাগতিকদের। মাহমুদ উল্লাহ, মুশফিক, মমিনুলরা ব্যাটিং করেন উইকেটে ও নেটে। বল হাতে সতীর্থ তাইজুল, আবু জায়েদ, খালেদরা। শেষ দুজনের এই টেস্ট নিয়ে আলাদা আবেগ। কারণ তাঁরা সিলেটের সন্তান। খালেদের বোধকরি একটু বেশি। ভেন্যুর মতো তিনিও যে অভিষেকের অপেক্ষায়! সেটিও নিজের মাঠে। আলাদা রোমাঞ্চ না থাকার কারণ নেই। অনুশীলন শেষে ফেরার সময় জানিয়ে যান তেমনটাই, ‘এত দিনের পরিশ্রমে আজ এ জায়গা পর্যন্ত এসেছি। এই স্টেডিয়ামের শুরু থেকে খেলছি। এখানে খেলে খেলেই বড় হয়েছি। এখানে খেলার সুযোগ পেলে ভালো কিছু করতে পারব বলেই মনে করি।’

সুযোগ পেলে সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকার কথাও জানান, ‘জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো নয়। এখানকার উইকেট পেস সহায়ক। সুযোগ পেলে ভালো কিছু করতে চাই।’

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি