ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

অর্থ আত্মসাতের মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেফতার

প্রকাশিত : ১৭:৫৫, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ১৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

অর্থ আত্মসাতের মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাতে দুদকের একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুদক জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে জাল নথি তৈরি করে অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত ১৫৯ জন সেকশন ও  টেকনিক্যাল অফিসারকে অসৎ উদ্দেশে সিলেকশান গ্রেডে স্কেল প্রদান এবং তাদের   বেতন-ভাতা অন্যায়ভাবে বাড়িয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা ক্ষতির অভিযোগ রয়েছে। ২০১২ সালে এক ব্যক্তি তাকেসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা  করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে অনুসন্ধানে নামে দুদক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি