ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান লজ্জার: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৩০ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান লজ্জার বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়েছে চার দিন আগে। পদকের লড়াইও চলছে। তবে, এরই মধ্যে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

তাঁর চোখে এবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল লজ্জার। ফক্স নিউজকে এমনটাই বলেন ট্রাম্প। 

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা সমালোচনা করার পর এমন মন্তব্য করেছেন ট্রাম্প। 

পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে লসঅ্যাঞ্জেলেস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কিছু হবে না বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি