ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

অসুস্থ সোনিয়া হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ২ ফেব্রুয়ারি ২০২০

সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

Ekushey Television Ltd.

অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তিকালীন সভাপতি সোনিয়া গান্ধী। রোববার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। 

এসময় তার সঙ্গে ছিলেন দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তবে, রুটিন চেকআপ নাকি শারীরিক কোনও সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসপাতালে তার কিছু টেস্ট করা হবে। সূত্রের বরাত দিয়ে জি-নিউজ বলছে, সোনিয়া গান্ধীর পাকস্থলীতে কোনও সমস্যা হয়েছে। জ্বরও রয়েছে তার। 

তবে, দেশটির সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, রুটিন চেকআপের জন্যই তাকে ভর্তি করা হয়েছে গঙ্গারাম হাসপাতালে।

উল্লেখ্য, এবারের বাজেট পেশের দিন সংসদে অনুপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী। বেশ কিছু দিন ধরেই তিনি বেশ অসুস্থ। 

জানা গেছে, ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্টের হাতপাতালে তার একটি অস্ত্রপচার হয় তার। তবে কেন সেই অস্ত্রপচার করা হয়, তা স্পষ্ট করেনি কংগ্রেস। তার পর থেকেই রুটিন চেকআপের জন্য প্রতি বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি