ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১০ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:৪০, ১১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলোয়ারদের রসায়ন ভালো না থাকলেও দুই টেস্টের সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল তাদের প্রস্তুতি শুরু করেছে। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে মুশফিকদের প্রস্তুতি ক্যাম্প। 

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আগেই ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুশীলনের প্রথম দিন উপস্থিত ছিলেন ২২ ক্রিকেটার। বাকি সাতজনের মধ্যে তামিম ইকবাল ইংল্যান্ডে ও পেসার রুবেল হোসেন চোটে আক্রান্ত এবং বাকি পাঁচজন বিসিবির হাইপারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।

এদিন ফিটনেস কোচ মারিও ভিল্লাভারয়নের অধীনে ক্রিকেটাররা সকাল থেকে দুপুর পর্যন্ত অনুশীলন করেন। দুই সপ্তাহ ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং চলবে। এরপর প্রস্তুতি শুরু হবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে। 

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফির পর ২২ দিনের ছুটি পেয়েছিলেন টাইগাররা। এ কারণেই প্রস্তুতি ক্যাম্পের শুরুতেই ফিটনেস ট্রেনিং। 

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি