ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘অস্ট্রেলিয়ার এমন আচরণ সত্যিই লজ্জাজনক’

প্রকাশিত : ১৫:২৯, ২৩ জুন ২০১৯ | আপডেট: ১৫:৪৬, ২৩ জুন ২০১৯

চলতি বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও বড় রান তাড়া করার লড়াকু মানসিকতা দেখিয়ে সকলের মন জয় করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এমন দূর্দান্ত পারফরম্যান্সের পর তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর চটেছেন দেশটির ক্রীড়া সাংবাদিকরা।

শুধু তা-ই নয়, তারা প্রশ্ন তুলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে শেষবার সিরিজ খেলতে কবে আমন্ত্রণ জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া? জবাবটা হচ্ছে- ১১ বছর আগে। হ্যাঁ পাঠক, ২০০৮ সালের সেই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেও তাদের মূল ভেন্যুতে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। সে সফরে খুব একটা ভালো পারফর্মেন্স দেখাতে পারেনি বাংলাদেশ।

তাই এরপর মূলত নিজেদের লাভ-লোকসানের কথা চিন্তা করেই বাংলাদেশকে আর আমন্ত্রণ জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমনকি নতুন এফটিফিতেও নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ

অথচ গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। তারপরও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার আমন্ত্রণ জানায়নি তারা। ধারাবাহিক ভালো ক্রিকেট খেলার পরও তাদের মাটিতে সিরিজ না খেলার আক্ষেপ থাকারই কথা টাইগারদের। সর্বশেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই আক্ষেপের কথা কিছুটা হলেও প্রকাশ করতে পেরেছে বাংলাদেশ।

সে ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের টার্গেট তাড়া না করতে পারলেও ৩৩৩ রান করেছে বাংলাদেশ। এতে অস্ট্রেলিয়ার মাটিতে কেন বাংলাদেশের সিরিজ নেই, সে জন্য কড়া সমলোচনা করেছেন খোদ অস্ট্রেলিয়ার সাংবাদিকরাই। এটিকে লজ্জাজনক বলেও অভিহিত করেছেন তারা।

দেশটির অন্যতম একজন ক্রীড়া সাংবাদিক মেলিন্ডা ফারেল বলেন, “এমন আচরণের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত। ক্রিকেটের ব্যস্ততম সময়ে শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে, নটিংহামে ম্যাচটি ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে গত এক যুগে সব ফরম্যাট মিলিয়ে দশম ম্যাচ!”

হতাশা প্রকাশ করেন আরেক সাংবাদিক অ্যাডাম কলিন্স। এমন পারফরম্যান্সের পরও ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশকে ‘ক্রিকেটের আবর্জনা’ হিসেবেই বিবেচনা করবে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে বিষয়টি লজ্জার কথাও বললেন তিনি। 

“অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো বাংলাদেশকে ক্রিকেট বিশ্বের ‘আবর্জনা’ হিসেবেই বিবেচনা করবে। আমাকে অবাক করেছে, ২০২৩ সাল পর্যন্ত এফটিপি অনুযায়ী একটি সিরিজও খেলবেনা বাংলাদেশ! এটি সত্যিই লজ্জার কথা!”

 

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি