ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

আইএসের বার্তায় ধোনির নাম!

প্রকাশিত : ১৩:১১, ৬ জুন ২০১৯ | আপডেট: ১৩:৫৪, ৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে রয়েছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার ব্যাপারে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আইএসের (ইসলামিক স্টেটস) ছুড়ে দেওয়া এক বার্তায় ভারতের ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের নাম লেখা আছে!

ভারতের মুম্বাই শহরের কোপ্তা ব্রিজের পিলারে আইএসের প্রশংসা করে একটি বার্তায় ক্রিকেটার ধোনিসহ দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আইএস নেতা আবু বকর আল বাগদাদির নাম লেখা রয়েছে।

বার্তাটি ছড়িয়ে পড়ায় সব ধরনের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ফলে শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে মুম্বাই পুলিশ।

এ বিষয়ে নভি মুম্বাই শহরের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার জানান, ‘ব্রিজে লেখা সেই বার্তাটিতে কেজরিওয়াল, ধোনি এবং বাগদাদির নাম স্পষ্টভাবে লেখা আছে। জায়গাটি থেকে আমরা বিয়ারের বোতল, মদসহ সম্ভাব্য সব প্রমাণ সংগ্রহ করে নিয়েছি।

তিনি আরও জানান, ‘স্থানীয়রা আমাদের জানিয়েছে এই জায়গাটি সবসময় তরুণ ছেলেদের দ্বারা ঘেরাও থাকত যাতে করে তারা নিরিবিলিতে মদ্যপান করতে পারে। কিন্তু সব দৃষ্টিকোণ থেকে তদন্ত করছি।’

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি