ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আইপিএল ট্রফি মুম্বাই না চেন্নাইয়ের?

প্রকাশিত : ১৯:৫৮, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

ধোনি নাকি রোহিত, কার হাতে উঠবে শিরোপা? আইপিএলের দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। আজ রোববার হায়দরাবাদে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এ হাই ভোল্টেজ ম্যাচ।

 প্রথম কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মার মুম্বাই। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠে তারা। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পায় চেন্নাই। এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল।

তিনবার করে আইপিএলের শিরোপা জিতেছে দুদলই। জিতলেই আইপিএলের সর্বোচ্চ শিরোপার মালিক হবে মুম্বাই অথবা চেন্নাই। কোন দল সেই গৌরব অর্জন করে তার ফয়সালা হবে রাতেই।

এনএম/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি