ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

আইসিসির র‌্যাঙ্কিয়ে ৬ নম্বরে আসাটা বড় পাওয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা আর ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসির র‌্যাঙ্কিয়ে ৬ নম্বরে আসাটাকে বড় পাওয়া বলে মনে করছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই অভিজ্ঞাকে ২০১৯ সালের বিশ্বকাপে কাজে লাগাতে চান তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজ শেষে সকালে দেশে ফিরে বিমানবন্দরে এ’সব কথা বলেন বাংলাদেশ দলপতি।
দীর্ঘ ১১ বছর পর আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে অংশ নিয়েই শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় সাকিব, তামিমরা। আর, সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ে স্বপ্নের মিশন থেমে যায় মাশরাফি বাহিনীর। তবে, সেমিফাইনালে খেলতে পারাকেই বড় প্রাপ্তি বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এদিকে, ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠে বাংলাদেশ। সেই সাথে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল হয় টাইগারদের। এই অর্জন আসন্ন টুর্নামেন্ট ও সিরিজে ভালো করার প্রত্যয় যোগাবে বলে মনে করেন মাশরাফি।
অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলপতি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি