ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আজ আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল-বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৬ জুলাই ২০২০

স্প্যানিশ লা লিগায় আজ আলাদা ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সা লড়বে ওসাসুনার বিপক্ষে। আর রিয়াল মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। এই ম্যাচ জিতলে লি লিগার শিরোপা অনেকটা নিশ্চিত করে ফেলবে রিয়াল মাদ্রিদ।

আজ (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে উভয় দলর ম্যাচ। আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়ালের প্রতিপক্ষ ভিয়ালরিয়াল। একই সময়ে মাঠে নামবে বার্সেলোনাও, তাদের প্রতিপক্ষ ওসাসুনা। 

লিগে উভয় দলেরই ম্যাচ বাকি দুটি। আজ একটি হয়ে গেলে বাকি থাকবে আর একটি। কিন্তু রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে বার্সার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। তাই শিরোপা নিশ্চিত করতে রিয়ালের দরকার দুই পয়েন্ট। রাতের ম্যাচে সেই কাজটি করে ফেললেই দুই মৌসুম পর ট্রফি পুনরুদ্ধার হবে জিনেদিন জিদানের দলের। 

করোনা বিরতির পরে টানা ৯ জয়ে দারুণ উজ্বীবিত রিয়াল শিবির। আজ জিতলেই শিরোপা উল্লাসে মেতে উঠবে জিদানের শিষ্যরা। তাইতো জয় ভিন্ন কিছুই ভাবছেনা তারা। 

এদিকে, গত ম্যাচ জিতে উজ্জিবিত কাতালানরাও। আজকের ম্যাচে জয় পেলে অবশ্য স্বপ্ন বেঁচে থাকবে তাদের। তবে সেক্ষেত্রে রিয়ালকে হারতে হবে। যদি এই ম্যাচ রিয়াল হারে এবং অপর ম্যাচে বার্সা জিতে তাহলেও ১ পয়েন্ট এগিয়ে থাকবে জিদানের দল। তখন শেষ ম্যাচে রিয়ালের হোঁচটের অপেক্ষায় থাকতে হবে বার্সাকে। 

কিন্তু রিয়াল মাদ্রিদ এখন ফর্মের তুঙ্গে, তাই বার্সার এই আশা সুদূর পরাহত বলছেন ফুটবলপ্রেমিরা। 

এএইচ/এমবি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি