ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

আজ ঐতিহাসিক ১২ মার্চ

প্রকাশিত : ১২:২৪, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১২:২৪, ১২ মার্চ ২০১৭

আজ ঐতিহাসিক ১২ মার্চ। ৭১’এর এই দিনে সিএসপি ও ইপিসিএস অ্যাসোসিয়েশনসহ সরকারি বেসরকারি এবং স্বায়ত্বশাসিত অফিসে কর্মরত বাঙালী কর্মকর্তা-কর্মচারীরাও একজোট হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেন। অচল হয়ে পড়ে প্রশাসন। আরো অসহায় হয়ে পড়ে পাকিস্তান সরকার । স্বাধিকার থেকে স্বাধীনতা। আন্দোলন-সংগ্রামে বাংলার প্রতিটি মানুষের ছিলো স্বতস্ফূর্ত অংশগ্রহণ। মার্চের অসহযোগ আন্দোলনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মূলত ৭ই মার্চের পর তারা প্রস্তুতি নিতে থাকেন সশস্ত্র সংগ্রামের। দৃঢ় কন্ঠে শ্লোগানে-শ্লোগানে মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্তে সব শ্রেণী পেশার মানুষ। মুক্তির সুর প্রতিটি মিছিলে। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি নিতে থাকে সবাই। সংগঠিত হয় বাংলার জনগণ। আন্দোলন হয়ে উঠে আরো বেগবান। জনতার প্রতিজ্ঞা দিনে দিনে এগিয়ে যেতে থাকে স্বাধীনতার অদম্য আকাংখা পূরনের দিকে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি