ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ রাত ১টার দিকে হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, ঢাকায় নামার পর দুই দিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে হ্যামিল্টন মাসাকাদজার দল। আগামী ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর ১৩ সেপ্টেম্বর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আসরের অপর দল আফগানিস্তান। যারা চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে লড়ছে।

এদিকে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার সিকান্দার রাজার। এই সিরিজ দিয়েই সব ফরম্যাট থেকে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে পারেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

যদিও এই ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিয়ে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল জিম্বাবুয়েকে। পরে অবশ্য পুরোনো বোর্ডকে আবার বহাল করেছে দেশটি। তবে এখনো আইসিসির নিষেধাজ্ঞা উঠে যায়নি। আগামী অক্টোবরে বোর্ড সভায় জিম্বাবুয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাবে আইসিসি। নিষেধাজ্ঞার কারণে আইসিসির টুর্নামেন্টে জিম্বাবুয়ের অংশগ্রহণ বাতিল হয়েছে। তবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সমস্যা নেই বলেই বাংলাদেশ সফরে ত্রিদেশীয় টি-২০ খেলতে এসেছে জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে দল :

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, তেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপুফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, এইনস্লে এনডলোভো, তিমিসেন মারুমা, রায়ান বার্ল।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি